Site icon Jamuna Television

বক্স অফিস কাঁপাচ্ছে ‘এ কোয়াইট প্লেস পার্ট টু’

সাড়া জাগানো ভৌতিক ছবিগুলোর মধ্যে অন্যতম ‘এ কোয়াইট প্লেস’। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিনেমার সিকুয়েল ‘এ কোয়াইট প্লেস পার্ট টু’। করোনাকালীন বক্স অফিস রেকর্ড ভেঙেছে এই হরর ছবিটি।

শুক্রবার (২৫ মে) ছবিটি আয় করেছে ১৯.৩ মিলিয়ন ডলার এবং শনিবার ১৪.৯ মিলিয়ন ডলার। মুক্তির পর প্রথম তিন দিনে ৫০.২ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি।

মহামারীর মধ্যে তিন দিনে এটিই কোনো সিনেমার সর্বোচ্চ আয়। ৩৭৫২টি থিয়েটার থেকে এ পর্যন্ত মোট ৫৮.৫ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি। এর আগে ‘গডজিলা ভার্সেস কং’ প্রথম তিন দিনে আয় করেছিল ৩২ মিলিয়ন ডলার। ২৪ মার্চ মুক্তি পাওয়া এই ছবিটি এখনও পর্যন্ত আয় করেছে ৯৮.৩ মিলিয়ন ডলার।

প্যারামাউন্ট পিকচারসের এই ছবিটি রচনা ও পরিচালনা করেছেন জন ক্র্যাসিনস্কি। সিকুয়েলটি নির্মাণে খরচ হয়েছে ৬১ মিলিয়ন ডলার। প্রথম পর্বের মতো এবারও অভিনয় করছেন এমিলি ব্লান্ট, মিলিসেন্ট সিমন্ডস এবং নোহ জুপে।

Exit mobile version