Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে সাবেক এমপি’র বাড়ির সীমানা প্রাচীর ধসে মৃত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় সাবেক এমপি আবদুল্লাহ আল মামুনের বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ধসে চাপা পড়ে আবু তাহের (৬৮) নামে এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার (১ জুন) দুপুরে উপজেলার বড়খেরি ইউনিয়নের বড়খেরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেলাল হোসেন নামে আরও এক বৃদ্ধ আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত আবু তাহের ও আহত বেলাল হোসেন বড়খেরি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় আবু তাহের ও বেলাল একসঙ্গে বাড়ির দিকে যাচ্ছিলেন। সাবেক এমপি আবদুল্লাহ আল মামুনের বাড়ির সামনে দিয়ে তাদের যেতে হয়। ঘটনাস্থল পৌঁছলে হঠাৎ সীমানা প্রচীর ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাহেরের মৃত্যু হয়। আহত অবস্থায় বেলালকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, সীমানা প্রাচীর ধসে বৃদ্ধ তাহেরের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ও আবেদনের ভিত্তিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Exit mobile version