Site icon Jamuna Television

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

আশুলিয়ায় বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দুই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। পল্লিবিদ্যুৎ এলাকার কবরস্থান রোডের হুমায়ুনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে বিস্ফোরণের কোনো সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টার দিকে ওই এলাকার হুমায়ুনের এক তলা বাড়িতে রান্নার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের চারজনকেই ঢাকা মেডিকেলের শেখ হাসিনা রেফার্ড করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ইউএইচ/

Exit mobile version