Site icon Jamuna Television

জনসন অ্যান্ড জনসনের আপিল খারিজ, মামলাকারী নারীদের দিতে হবে ২১০ কোটি ডলার

ক্ষতিপূরণের বিরুদ্ধে জনসন অ্যান্ড জনসনের আপিল খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। এর ফলে মামলাকারী নারীদের ২১০ কোটি ডলার দিতে হবে প্রতিষ্ঠানটিকে।

মঙ্গলবারের শুনানিতে এ রায় ঘোষণা করে দেশটির সর্বোচ্চ আদালত।

২০২০ সালে মিসৌরির আদালতে দেয়া রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। সেসময় জে অ্যান্ড জে’কে দোষী সাব্যস্ত করলেও ক্ষতিপূরণের অর্থ কমিয়ে দেন বিচারক। এরপর উচ্চ আদালতে আপিল করে প্রতিষ্ঠানটি। জে অ্যান্ড জে’র দাবি, বহুবছর ধরে নিরপেক্ষ গবেষণায় নিরাপদ বলে প্রমাণিত হয়েছে তাদের পণ্য।

তবে বহু বছর ধরেই প্রতিষ্ঠানটির ট্যালকম পাউডারে ক্ষতিকারক অ্যাসবেস্টস রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন দেশে হাজার হাজার মামলাও চলছে। কেবল যুক্তরাষ্ট্রেই জে অ্যান্ড জে’র বিরুদ্ধে প্রায় ২০ হাজার অভিযোগ গঠন হয়েছে।

ইউএইচ/

Exit mobile version