Site icon Jamuna Television

মেট্রোরেলের ২য় সেট ট্রেন জেটি থেকে ডিপোতে নিতে বিলম্ব

মেট্রোরেলের ২য় সেট ট্রেন জেটি থেকে ডিপোতে নিতে বিলম্ব

এখনও ডিপোটে পৌঁছেনি মেট্রোরেলের ২য় সেট ট্রেন। সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় দিয়াবাড়ি জেটি থেকে ডিপো পর্যন্ত নিতে বিলম্ব হচ্ছে।

বুধবার সকাল ৮টা থেকে ট্রেন সেট নামানোর সব ধরনের প্রস্তুতি নেয়া হয়। দ্বিতীয় ট্রেন সেটের ছয়টি বগি তিনটি করে দুই দিনে ডিপোতে নেয়ার পরিকল্পনা করা হয়েছিলো।

কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে জেটি থেকে ডিপো পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গর্ত তৈরি হওয়ায় নেয়া সম্ভব হচ্ছে না। এখন চলাচলের সড়ক মেরামতের কাজ চলছে। লরি চলাচল উপযোগী হলে জেটিতে থাকা বার্জ থেকে ট্রেনের বডি নামানো শুরু হবে। এরপর ডিপোতে নেয়ার পর বিভিন্ন ধরনের পরীক্ষা করা হবে বগিগুলোর।

এনএনআর/

Exit mobile version