Site icon Jamuna Television

বেলারুশের আদালতকক্ষে বন্দির আত্মহত্যার চেষ্টা

বেলারুশের আদালতকক্ষে বন্দি এক বিরোধী সমর্থক গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। গত মঙ্গলবার (১ জুন), রাজধানী মিনস্কের আদালতে শুনানিকালে এ ঘটনা ঘটান তিনি।

দেশটির এক নির্বাসিত নেতা জানান, বন্দি ওই বিরোধী কর্মীকে আদালতে দোষ স্বীকার করার জন্য চাপ দেয়া হয়। তবে এতে অস্বীকৃতি জানান তিনি। দোষ স্বীকার না করলে তার পরিবার ও প্রতিবেশীদেরও বিচারের মুখোমুখি করার হুমকি দেয়া হয়। এরপরেই নিজ গলায় ছুরি চালিয়ে দেন তিনি। আহত ওই ব্যক্তি এখনও জীবিত আছেন বলে নিশ্চিত করেছে মানবাধিকার সংস্থাগুলো।

গত বছর বেলারুশের স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো বিরোধী বিক্ষোভ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে দাঙ্গা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়। বন্দি ব্যক্তির কাছে ছুরি কীভাবে গেলো তা স্পষ্ট নয় এখনও।

Exit mobile version