Site icon Jamuna Television

কাবুলে বোমা হামলায় নিহত কমপক্ষে ১০ জন

আফগানিস্তানের কাবুলে পৃথক দুটি ভয়াবহ বোমা হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১০ জনের। আহত হয়েছে আরও ১২ জন।

আফগান সরকারের বিবৃতি থেকে জানা গেছে, গত মঙ্গলবারের (১ জুন) দুটি হামলারই লক্ষ্য ছিল হাজারা জনগোষ্ঠী, যাদের অধিকাংশই শিয়া মতের অনুসারী। প্রথম হামলাটি হয় হাজারা নেতা মোহাম্মদ মোহাকিকের বাড়ির কাছে একটি শিয়া মসজিদের সামনে। এসময় মিনিবাসে আরও একটি বোমা বিস্ফোরিত হয়ে অনেকে হতাহত হন।

তৃতীয় হামলাটি হয় উত্তর কাবুলে। এতে কোনো প্রাণহানি হয়নি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক গ্রিড। হামলার স্থানটি ঘিরে রেখেছে পুলিশ। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তাৎক্ষণিক কোনো জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে নি।

উল্লেখ্য, গত মাসে কাবুলে একটি স্কুলের বাইরে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬৮ শিশু নিহত হয়।

Exit mobile version