Site icon Jamuna Television

স্ত্রী হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরকে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক করেছে পুলিশ। আজ বিকেলে শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামে এই ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, ২০১৬ সালে প্রেম করে মেলান্দহের শ্যামপুর ইউনিয়নের নয়ানগর গ্রামের হাসান মাহমুদের মেয়ে তানিয়া আক্তারকে বিয়ে করে কাজাইকাটা গ্রামের নূর ইসলামের ছেলে আবু তাহের। বিয়ের পর থেকে তারা মেলান্দহ শহরেই বসবাস করে আসছিল। সম্প্রতি ঈদের আগে তারা গ্রামের বাড়ি আসে তারা। আজ বিকেলে তানিয়ার বাবা মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের লাশ দেখতে পায়। এসময় মেয়ে জামাই আবু তাহের জানায় তানিয়া স্ট্রোক করে মারা গেছে।

এতে সন্দেহ হলে তানিয়ার বাবা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তানিয়ার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং তার স্বামী আবু তাহেরকে আটক করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

Exit mobile version