Site icon Jamuna Television

আসামে কোভিড রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর

আসামে এক কোভিড রোগীর মৃত্যুর জেরে চিকিৎসককে মারধর করেছে রোগীর স্বজনেরা। মঙ্গলবারের এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় তোলপাড় চলছে রাজ্যটিতে।

ভারতীয় গণমাধ্যম বলছে, আসামের হোজাই জেলার হাসপাতালটিতে মঙ্গলবার এক রোগীর মৃত্যুর পর কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনে রোগীর পরিবার। হাসপাতালে ভাঙচুরও চালায় তারা। বেশ কয়েকজনের একটি দল হামলা চালায় চিকিৎসকের ওপর। দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ ঘটনা।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নাগরিকরা। ঘটনাটিকে বর্বরোচিত বলে আখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের ব্যাপারে পুলিশের প্রতি নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও নিরাপত্তা জোরদারের তাগিদ দেয়া হয়।

Exit mobile version