Site icon Jamuna Television

বরিশালে পেট জোড়া লাগানো জমজ কন্যা শিশুর জন্ম

বরিশাল ব্যুরো:

বরিশালে পেট জোড়া লাগানো যমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। আজ বুধবার দুপুরে গৌরনদী উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে অস্ত্রোপচারে শিশু দুটির জন্ম হয়।

ওই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তানজিদ রহমান জানান, সফল অস্ত্রোপচারে জোড়া লাগানো যমজ শিশু কন্যার জন্ম দেন হালিমা বেগম। তিনি মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের আবু জাফরের স্ত্রী। হালিমা-জাফর দম্পতির আরও দুটি কন্যা সন্তান রয়েছে। নবজাতক শিশু দুটি ও তাদের মা সুস্থ আছে। তাদের সঠিক চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে শিশু দুটির উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করার জন্য ঢাকায় আনার পরামর্শ দিয়েছে শের-ই বাংলা মেডিকেলের চিকিৎসকরা।

Exit mobile version