Site icon Jamuna Television

‘দাম কমতে পারে ইলেক্ট্রনিক্স পণ্যের, বাড়তে পারে সিগারেট ও মোটরসাইকেলের’

করোনায় আয় কমেছে সাধারণ মানুষের। তাই নিম্নবিত্তের কথা বিবেচনায় রেখেই আমদানীকৃত মোটরসাইকেল, বাইসাইকেল, সহ ফিনিশড পণ্যের দাম বাড়ানো প্রস্তাব করতে যাচ্ছে এনবিআর। যেখানে দেশীয় শিল্প সুরক্ষার পাশাপাশি জনগণের ওপর করের চাপ কমানোর চেষ্টা করা হবে বলে জানাচ্ছে এনবিআর।

এছাড়াও কর না বাড়িয়ে দাম বাড়ানোর প্রস্তাব করা হতে পারে বেনসন-গোল্ডলিফ-মার্লবোরোসহ প্রিমিয়াম ও উচ্চস্তরের সিগারেটের দাম। স্বল্পমূল্যের সিগারেটের দাম অপরিবর্তিত রাখা হতে পারে। বাড়ানোর প্রস্তাব থাকতে পারে বিড়ির দামও।

কমতে পারে দেশে উৎপাদিত পাউরুটি, ফলের জুস, খেলনা, মোবাইল, কমপিউটার, কৃষিযন্ত্র, স্যানিটাইজার।
এছাড়াও বাড়তে পারে বিউটি পার্লারের সেবা খরচ, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহনে চলাচল ও আমদানি করা প্ল্যাস্টিক পণ্য ও ফলের জুসের দাম। বাজেট নিয়ে এমন সম্ভাবনার কথা জানাচ্ছেন ফরেন ট্রেড ইনস্টিটিউটের মহাপরিচালক আলী আহমেদ।

Exit mobile version