Site icon Jamuna Television

সিরিজ বাঁচাতে প্রয়োজন ২১১ রান

টি২০ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ২১১ রানের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে শ্রীলংকা। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২১০ রান।

শ্রীলংকার পক্ষে অর্ধ শতক হাকিয়েছেন কুশল মেন্ডিস। এ ছাড়া ঝড়ো গতিতে রান ছোট ছোট ব্যক্তিগত অথচ কার্যকরী ইনিংস খেলেছেন থারাঙ্গা ও শানাকা। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট পেয়েছেন আবু জায়েদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন ও সৌম্য সরকার।

সিরিজ বাঁচাতে এই ম্যাচে টাইগারদে জিততেই হবে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলংকা: ২০ ওভারে ২১০/৪ (গুনাথিলাকা ৪২(৩৭), মেন্ডিস ৭০(৪২), পেরেরা ৩১(১৭), থারাঙ্গা ২৫(১৩), শানাকা ৩০(১১), চান্ডিমাল ২(১); আবু জায়েদ ১/৪৫, নাজমুল ০/২৮, মেহেদী হাসান ০/২৫, মুস্তাফিজ ১/৩৯, সাইফুদ্দিন ১/৪৬, সৌম্য ১/২৫)

চতুর্থ উইকেটের পতন

দলীয় ২০৫ রানে মাথায় ইনিংসের শেষ ওভারের ৪ নম্বর বলে সাইফুদ্দিনের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে আউট হন থারাঙ্গা। তিনি ৫টি চার ও ১টি ছয়সহ ১১ বলে ৩০ রান করেন।

তৃতীয় উইকেটের পতন

দলীয় ১৬০ রানে মাথায় ১৭তম ওভারের ৩ নম্বর বলে মুস্তাফিজের বলে মেহেদী হাসারে হাতে ধরা পড়ে আউট হয়েছে কুশল মেন্ডিস। তিনি ৬টি চার ও ৩টি ছয়ের মারসহ ৪২ বলে ৭০ রান করেছেন।

দ্বিতীয় উইকেটের পতন

দ্বিতীয় উইকেটের পতন ঘটেছে শ্রীলংকার। ১৬ তম ওভারের তিন নম্বর বলে অভিষেক খেলোয়াড় আবু জয়েদের বলে সৌম্য সরকারের হাতে তালুবন্দি হন পেরেরা। তিনি ৩টি চার ও ১টি ছয়ের মারসহ ১৭ বলে ৩১ রান করেছেন।

১৫ ওভার শেষে শ্রীলংকা

আরও ৫ ওভার বাকি। ১৫ ওভার শেষে লংকানদের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটের বিনিময়ে ১৪৭ রান। মাঠে আছেন দুই অপরাজিত ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও পেরেরা।

কুশল মেন্ডিস ৬টি চার ও ৩টি ছয়ের মারসহ ৩৯ বলে ৬৮ রান সংগ্রহ করেছেন। অপর ব্যাটসম্যান পেরেরা ৩টি চার ও ১টি ছয়ের মারসহ ১৫ বলে ৩০ রান করেছেন।

দলীয় শতরান

ওভার প্রতি প্রায় ৯ রান তুলে ১১ ওভার ২ বলে দলীয় শত রান পূর্ণ করেছে শ্রীলংকা। এরই মধ্যে পতন উইকেটের পতন ঘটেছে লংকানদের। আউট হয়েছেন গুনাথিলকা, ৩৭ বলে ৪২ রান করে সৌম্য সরকারের বলে তামিম ইকবালের তালুবন্দি হন তিনি।  ফলে ৯৮ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটলো।

১০ ওভার শেষে শ্রীলংকা

অর্ধ শতক পূর্ণ করেছেন লংকান ব্যাটম্যান কুশল মেন্ডিস। তিনি ৫টি চার ও  ২টি ছক্কাসহ ২৯ বলে এ রান সংগ্রহ করেন। অপর ব্যাটসম্যান গুনাথিলাকার সংগ্রহ ৪২রান। তিনি  ৩টি চার ও  ২টি ছক্কার মরাসহ ৩৪ বলে এ রান সংগ্রহ করেছেন।

ব্যাটিং ইনিংসে অর্ধেক অর্থাৎ ১০ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ৯১ রান। ওভার প্রতি রান সংগ্রহের রান প্রায় ৯ দশমিক ১০।

৮ ওভার শেষে শ্রীলংকা

দুই উদ্বোধনী লংকান ব্যাটসম্যান শক্ত ভিত গড়েছেন। মাত্র ৫ ওভার ১ বলে সংগ্রহ করেছেন দলীয় অর্ধ শত রান। প্রথম উইকেট জুটিতে এখনও পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৮ ওভারে বিনা উইকেটে ৭৯ রান।

শেষ ৫ ওভারে ৫৯ রান তুলেছে লংকানরা। ২টি করে চার ও ছক্কার মারসহ ২৩ বলে ৩২ রান করেছেন গুনাথিলাকা। অপর উদ্বোধনী ব্যাটসম্যান কুশল মেন্ডিস ৪টি চার ও ২টি ছক্কাসহ ২৫ বলে ৪৩ সংগ্রহ করেছেন।

টস: বাংলাদেশ

দুই ম্যাচ টি২০ সিরিজের শেষ ম্যাচে টসে জিতে শ্রীলংকার বিপক্ষে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে বাংলাদেশের গড়া ১৯৩ রানের ইনিংসকে হাতে ৬ উইকেট রেখেই জিতে নিয়েছিল সফরকারীরা।

সিরিজ রক্ষার এই লড়াইয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলে অভিষেকের পাশাপাশি আরও দুই খেলোয়াড়েরও আন্তর্জাতিক টি২০-তে অভিষেক হচ্ছে। তারা হলেন আবু জায়েদ রাহি ও মেহেদী হাসান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেট কিপার), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, আরিফুল হক, নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ।

শ্রীলংকা একাদশ: উপল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), জিবন মেন্ডিস, থিসেরা পেরেরা, দাসুন শানাকা, আমিলা আপনসো, আকিলা ধনঞ্জায়া, শিহান মধুশঙ্কা, ইসুরু উদানা।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version