Site icon Jamuna Television

নাসা শুক্র গ্রহের সম্পর্কে জানতে নতুন পরিকল্পনা করছে

নাসা শুক্র গ্রহের সম্পর্কে জানতে নতুন পরিকল্পনা করছে

শুক্র গ্রহের বায়ুমন্ডল ও ভূ-তাত্ত্বিক গঠন সম্পর্কে জানতে দু’টি নতুন মিশনের পরিকল্পনা করছে নাসা। বুধবার এক ঘোষণায় এ তথ্য জানায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি।

ডেভিন্সি ও ভেরিটাস নামের দুই মিশনের প্রতিটির জন্য তহবিল ধরা হয়েছে ৫শ’ মিলিয়ন ডলার করে। ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা নাসার। মিশন ডেভিন্সির মাধ্যমে গ্রহটির ভূ-তাত্ত্বিক গঠনের হাই রেজ্যুলেশন ছবি পাঠানো সম্ভব হবে। আর মিশন ভেরিটাস গ্রহের উপরিভাগের মানচিত্র তৈরি করবে। পাশাপাশি শুক্রের গঠনের ইতিহাস সন্ধানের চেষ্টাও চলবে।

সবশেষ ১৯৯০ সালে সূর্যের ২য় নিকটতম গ্রহ শুক্রতে যায় নাসার মহাকাশযান। সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহটির ভূপৃষ্ঠের তাপমাত্রা ৫শ’ সেন্টিগ্রেড। যা সীসা গরিয়ে দেয়ার জন্য যথেষ্ঠ।

এনএনআর/

Exit mobile version