Site icon Jamuna Television

বুধবার রাতে দেশে এসেছে গেল দেড় মাসে মৃত ১৮ প্রবাসী শ্রমিকের মরদেহ

গেল দেড় মাসে দেশে এলো ১৮ প্রবাসী শ্রমিকের মরদেহ

বুধবার রাতে দেশে এসেছে ১৮ প্রবাসী শ্রমিকের মরদেহ। গেলো প্রায় দেড় মাসে তারা মারা গেছেন বিভিন্ন দেশে। রাত একটা থেকে দুইটার মধ্যে সৌদি আরব, কাতার ও মালয়েশিয়া থেকে এসব মরদেহ এসে পৌঁছায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

মালয়েশিয়া থেকে ১৩, সৌদি আরব থেকে ২ ও কাতার থেকে বাকি ৩টি মরদেহ আসে। সন্ধ্যা থেকেই স্বজনরা ভিড় করেন বিমানবন্দরের আট নম্বর টার্মিনাল এলাকায়। তারা জানান, অনেকে নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে গিয়েছিলেন প্রবাসে। লাশ হয়ে ফিরে আসায় এসব পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার।

বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডেস্কের দায়িত্বরতরা জানান, প্রত্যেক মরদেহ দাফন ও সৎকারের জন্য তাৎক্ষনিকভাবে ৩৫ হাজার টাকা ও পরবর্তীতে আরো তিন লাখ টাকা করে দেবে মন্ত্রণালয়।

এনএনআর/

Exit mobile version