Site icon Jamuna Television

কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নোয়াখালী কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১ জন। বৃহস্পতিবার সকালে বসুরহাট-নতুন বাজার সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছোট ভাই-ভাগিনাকে নিয়ে মোটরসাইকেল করে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দারুল আকরাম মাদরাসার উদ্দেশে রওনা হয় স্থানীয় মনিরুজ্জামান ইফাজ। পৌরসভার শিমুলতলী মাদরাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনার পর পলাতক ট্রাক চালক।

এদিকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল পিকআপ সহকারীর। গুরুতর আহত হয়েছেন চালক।

এনএনআর/

Exit mobile version