Site icon Jamuna Television

মেক্সিকো সিঙ্কহোল: হুমকিতে আশেপাশের জনবসতি

মেক্সিকো সিঙ্কহোল: হুমকিতে আশেপাশের জনবসতি

মেক্সিকোতে রহস্যজনকভাবে দেখা মিলেছে বিশাল আকৃতির সিঙ্কহোলের। জমি গিলে আরও বড় হচ্ছে গর্তটি। রোববার দক্ষিণ-পূর্বের পুয়েবলা রাজ্যে এ বিশাল গর্ত তৈরি হয়।

জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৬০ মিটার প্রশস্ত গর্তটি গভীরতায় ১৫ মিটার। এতে আশেপাশের জনবসতি হুমকির মুখে পড়েছে। যেকোনো সময় পাশের বাড়িগুলো গিলে ফেলতে পারে বিশালাকার গর্তটি। নিরাপত্তা জোরদারে ঘিরে ফেলা হয়েছে স্থানটি। রহস্যজনক গর্তটি তৈরির কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

তবে স্থানীয় সংগঠনগুলো বলছে, শিল্পকারখানাগুলো মাটির নিচের পানি উত্তোলন করে নেওয়ায়, ভূমিধ্বস হয়ে সৃষ্টি হয়েছে গর্তটির। সম্প্রতি সিঙ্কহোল নিয়ে সবচেয়ে উদ্বেগে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সিঙ্কহোল দেখা গেছে।

এনএনআর/

Exit mobile version