Site icon Jamuna Television

অভিষিক্ত কনওয়ের সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থায় কিউইরা

অভিষেক টেস্টের প্রথম দিনেই ক্রিকেট তীর্থ লর্ডসের অনার্স বোর্ডে নাম তুললেন নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে। তার অপরাজিত ১৩৬ রানে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনশেষে কিউদের সংগ্রহ ৩ উইকেটে ২৪৬ রান। এই ম্যাচেই আরেক অভিষিক্ত ইংলিশ পেসার অলি রবিনসন নিয়েছেন ২ টি উইকেট।

দিনের মধ্যভাগেই ১১৪ রানে সাজঘরে ফেরেন কিউদের সবচেয়ে অভিজ্ঞ তিন ব্যাটার। জো রুট হয়তো ভাবছিলেন টেস্টের প্রথম দিনেই ম্যাচের লাগাম নিয়ে নিচ্ছেন তারা। কিন্তু দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ২৯ বছর বয়সী কনওয়ে আর হেনরি নিকোলসের প্রায় নিখুঁত ব্যাটিং এ উল্টো সুবিধাজনক অবস্থায় পৌছে গেছে নিউজিল্যান্ড। টম ল্যাথামের নতুন ওপেনিং পার্টনার কনওয়ে তৃতীয় উইকেট জুটিতে হেনরি নিকোলসের সাথে ইংল্যান্ডের চার পেসার নিয়ে তৈরি বোলিং আক্রমণকে তেমন কোন সুযোগই দেন নি।

লর্ডসের ব্যাটিং উপযোগী কন্ডিশনকে কাজে লাগিয়ে ইংল্যান্ডের উপরেই চাপ তৈরি করেন কনওয়ে- নিকোলসের অবিচ্ছিন্ন জুটি। সেই সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ব্যাপারে ভারতকে আগাম বার্তাও দেয়া হয়ে গেল বোধহয়। উল্লেখ্য, ফাইনালটা অনুষ্ঠিত হবে লর্ডসেই।

Exit mobile version