Site icon Jamuna Television

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

ভারতে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা এখনো অব্যাহত রয়েছে। মৃত্যু কিছুটা কমলেও বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটি করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের। একই সময়ে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৫৪ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন। সংক্রমণ ১ লাখ ২৭ হাজারে নেমে যাওয়ার পর বুধ ও বৃহস্পতিবার একটু বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। আর বুধবার দৈনিক মৃত্যু তিন হাজারের বেশি থাকলেও বৃহস্পতিবার তা ফের তিন হাজারের নিচে নেমেছে।

এনএনআর/

Exit mobile version