Site icon Jamuna Television

গাজীপুরে প্রাইভেটকার চালক হত্যাকাণ্ডে জড়িত দুই যুবক গ্রেফতার

গাজীপুরের টঙ্গিতে প্রাইভেটকার চালক জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ৩ মাস পর জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ১ মার্চ রাতে জিএমপি গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকার এমাজিং ফ্যাশন লিমিটেড কারখানার প্রাইভেটকার চালক জাহিদুল ইসলাম ঢাকায় কারখানার কয়েকজন কর্মকর্তাকে নামিয়ে দিয়ে বাসায় ফিরছিলেন। পথে প্রাইভেটকার থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান চালক। এসময় ৩/৪ জনের একটি ছিনতাইকারী দল তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। জাহিদকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করে চিকিৎসক।

বুধবার (২ জুন) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত রাব্বি ও শিপনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের জন্য ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে আটককৃতরা।

Exit mobile version