Site icon Jamuna Television

বিরোধের জেরে কেটে ফেলা হলো সহস্রাধিক কলাগাছ

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারায় রবিউল ইসলাম নামে এক কৃষকের চাষ করা এক হাজার কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মুন্সিপাড়া এলাকায় প্রতিপক্ষ হেদায়েত উল্লাহর লোকজন কৃষক রবিউল ইসলামের লাগোনো প্রায় এক হাজার কলাগাছ কেটে ফেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম জানান, ২০১৭ সালে উপজেলার মুন্সিপাড়া এলাকার মো. হেদায়েত উল্লাহ কাজলের কাছ থেকে ১০ বছরের জন্য লিজ নিয়ে পুকুর কেটে মাছ চাষের পাশাপাশি পুকুরের দু’পাশে কলার বাগান করেন তিনি। কিন্তু লিজের ৪ বছরের মাথায় আজ সকালে হঠাৎ করে তাকে জমি থেকে উৎখাত করার উদ্দেশ্যে হেদায়েত উল্লার ছেলে শুভ লোকজনকে সাথে নিয়ে জমিতে লাগোনো প্রায় এক হাজার কলাগাছ কেটে ফেলে এবং ওই জমিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। এতে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন কৃষক রবিউল ইসলাম।

ঘটনা তদন্তে আসা ভেড়ামারা থানার এস আই মো. মনিরুজ্জামান জানান, কৃষক রবিউল ইসলামের অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে খুব দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version