Site icon Jamuna Television

চার শিশুকে ধর্ষক হিসেবে গ্রেফতারের ঘটনায় শুনানি শেষ, যে কোনো দিন রায়: হাইকোর্ট

বরিশালে চার শিশুকে ধর্ষক হিসেবে গ্রেফতারের ঘটনায় রুল শুনানি শেষ, যে কোনো দিন রায় হতে পারে বলে জানিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মুজিবর রহমান মিয়ার নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে এই শুনানি শেষ হয়। তবে আদালত রায় ঘোষণার জন্য নির্দিষ্ট দিন ঠিক করেননি। পরে তা নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

এ বছর করোনা পরিস্থিতির আগের এই ঘটনায় আদালত পুলিশ, স্থানীয় সমাজসেবা অধিদফতর এবং ওই চার শিশুর অভিভাবকদের বক্তব্য শুনে এই ঘোষণা দেন।

Exit mobile version