Site icon Jamuna Television

যা আছে মেসির বিলাসবহুল প্লেনে

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বেশ কয়েকবছর ধরেই ব্যক্তিগত প্লেনে করে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। মেসির যাত্রাসঙ্গী কখনো তার পরিবার কখনও বা তার সতীর্থরা। ১২৭ কোটি টাকার এই বিমানে কি নেই? সাদা রঙের এই প্লেনের গায়ে খোদাই করা মেসির জার্সি নাম্বার ১০।

এই বিমানে রয়েছে বিশাল বড় একটি কনফারেন্স রুম। রয়েছে রান্নাঘরসহ ১৬ টি চেয়ার। যেই চেয়ারগুলোকে মুড়িয়ে দিলেই হয়ে যাবে আটটি বিছানা। বিলাসবহুল এই প্লেনে রয়েছে সব ধরনের সুযোগ-সুবিধা, প্লেন না বলে একটি প্রাসাদ বললে ভুল বলা হবে না।

Exit mobile version