Site icon Jamuna Television

অক্ষয়ের ‘পৃথ্বিরাজ’ ছবির নাম বদলানোর দাবি রক্ষণশীল হিন্দু সংগঠনের

অক্ষয় কুমারের বহুল প্রতিক্ষীত ছবি ‘পৃথ্বীরাজ’। এই ছবির মাধ্যমেই বলিউডে অভিনেত্রী হিসেবে পা রাখছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার। তবে এরই মধ্যে ছবির নাম নিয়ে ভারতীয় রক্ষণশীল সংগঠন কর্ণি সেনা শুরু করেছে বিতর্ক। শুধু ‘পৃথ্বীরাজ’ শব্দটি ব্যবহার করায় রাজা পৃথ্বীরাজ চৌহানের অপমান করা হয়েছে, তাই রাজার পুরো নাম ব্যবহার করতে হবে, বলেন কর্ণী সেনার মুখপাত্র সুরজিৎ সিং রাঠোর।

এছাড়াও রাঠোরের দাবি, মুক্তির আগে কর্ণি সেনা এবং রাজপুত সমাজকে ছবিটি দেখাতে হবে। সেখান থেকে অনুমতি পেলেই সিনেমাটি মুক্তি পাবে। আর তা নাহলে সঞ্জয় লীলা বানশালীর ‌’পদ্মাবত’ এর মতো অবস্থা করার হুমকি দেন তিনি।

এর আগে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পদ্মাবতী’ ছবির নাম পাল্টে ‘পদ্মাবত’ করতে বাধ্য হয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। ওই সময় ছবির শুটিং সেটে ভাঙচুর করেছিল কর্ণী সেনারা; এমনকি পরিচালককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল তারা।

অক্ষয়ের ‘লাক্সমী বম্ব’ ছবির নামও বদলাতে হয়েছিল কর্ণি সেনাদের চাপে। ঋত্বিক রোশনের ‌’যোধা আকবর’ ছবি নিয়েও তারা বেশ হৈচৈ করেছিলো।

কর্ণিরা বলছে, ‘পৃথ্বীরাজ’ ছবির নাম রাখতে হবে ‘বীর যোদ্ধা সম্রাট পৃথ্বীরাজ’।

Exit mobile version