Site icon Jamuna Television

চলতি জুনেই যুক্তরাষ্ট্রের করোনা টিকা পাবে বাংলাদেশ

চলতি জুনের শেষ নাগাদই যুক্তরাষ্ট্রের করোনা টিকা পাবে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার (৩ জুন) হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন দেশে ৮ কোটি ডোজ টিকা সরবরাহ করবে বাইডেন প্রশাসন।

হোয়াইট হাউসের সেই বিবৃতিতে আরও জানানো হয়, এশিয়ার দেশগুলোর সাথে সেই তালিকায় রয়েছে মধ্য ও লাতিন আমেরিকা এবং আফ্রিকার দেশগুলো। প্রথম ধাপে এই দেশগুলোর মাঝে আড়াই কোটি ডোজ বণ্টনের পরিকল্পনা রয়েছে।

এশিয়ার ১৬টি দেশকে দেয়া হবে ৭০ লাখ ডোজ ভ্যাকসিন। তবে কোন দেশ কী পরিমাণ টিকা পাবে সেটি বলা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, এক কোটি ৯০ লাখ করোনা টিকার ডোজ বৈশ্বিক জোট কোভ্যাক্সের মাধ্যমে বণ্টন করা হবে। বাদ বাকি ৬০ লাখ বিভিন্ন দেশকে দেবে যুক্তরাষ্ট্র নিজেই।

যেসব দেশে দ্রুত মহামারির বিস্তার ঘটেছে সেসব রাষ্ট্র এবং তাদের প্রতিবেশীরা টিকাপ্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে থাকবে এমনটাও ইঙ্গিত রয়েছে। অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার-মর্ডানা ও জনসন এন্ড জনসনের টিকা দেয়া হবে।

Exit mobile version