Site icon Jamuna Television

বাংলাদেশ ফুটবল দলের রক্ষণের প্রশংসা আফগান কোচের

বাংলাদেশের রক্ষণের প্রশংসা করেছেন আফগান কোচ আনুশ দাস্তগির। সেই সাথে শেষ ২০ মিনিটে বাংলাদেশের ঝুঁকি নিয়ে আক্রমণ ড্রয়ের পথে কাজ করেছে বলেছেন এই কোচ। আর ছেলেরা ঘুরে দাঁড়িয়ে লড়াই করেছে বলে মন্তব্য করেছেন জেমি ডে।

৩৫ ধাপ এগোনো আফগানিস্তান উচ্চতায় আর শারীরিক সক্ষমতায়ও এগিয়ে। এমন দেশের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্যে নামার কথা বলেছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। নেমেছিলেনও তাই। প্রথমার্ধে দারুণ ফুটবলটাই খেলেছেন তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল খেয়ে কিছুটা এলোমেলো ছিলো বাংলাদেশ দল। সে সুযোগ কাজে লাগিয়ে মাঠ তখন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আফগানিস্তান। তখনই মুন্সিয়ানা দেখালেন জেমি ডে। করলেন ৪ ফুটবলার পরিবর্তন। আর তাতেই রক্ষণের খোলস ছেড়ে আক্রমণাত্মক বাংলাদেশ।

বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে বলেন, এটা একটা কঠিন ম্যাচ ছিলো। আফগানিস্তান ভালো দল। প্রথমার্ধে আমার ছেলেরা দারুণ খেলেছে। দ্বিতীয়ার্ধের শুরুটা আফগানিস্তান ম্যাচ নিজেদের করে নিয়েছিলো। তবে শেষ ২০ মিনিটে ছেলেরা আবারো ঘুরে দাঁড়িয়েছে। এখন আমাদের সামনের ম্যাচগুলো নিয়ে চিন্তা করতে হবে।

আফগানিস্তান ফুটবল দলের কোচ আনুশ দাস্তগির বলেন, পিছিয়ে পড়ার পর বাংলাদেশ অনেক বেশি রিস্ক নিয়েছে। তাতেই সাফল্য পেয়েছে তারা। এছাড়া রক্ষণভাগেও খুব ভালো করেছে তারা। যদিও আমরা ভালো ফুটবল খেলেছি। তবে ৯০ মিনিটের ম্যাচে একটু ভুল হলেই ফলাফল পরিবর্তন হয়ে যায়।

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের সবশেষ দুই ম্যাচে ভারত ও ওমানের বিপক্ষে। ৭ তারিখ ভারত আর ১৫ তারিখ ওমানের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

Exit mobile version