Site icon Jamuna Television

ভারতের শহরগুলোর মধ্যে ব্যাঙ্গালুরু করোনা টিকাপ্রদানে এগিয়ে

মহামারির দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত হলেও করোনাভাইরাসের টিকাপ্রদানে এগিয়ে ভারতের শহর ব্যাঙ্গালুরু।

কর্ণাটকের এই রাজধানীটিতে ৩০ লাখের কাছাকাছি মানুষ নিশ্চিত করেছেন টিকা। পরের অবস্থানেই রয়েছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। শহরটিতে ১৫ লাখের বেশি মানুষকে দেয়া হয়েছে ভ্যাকসিন। তালিকায় একক শহর হিসেবে উঠে এসেছে কলকাতা, ইন্দোর ও আহমেদাবাদের নামও।

তবে, দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে নয়াদিল্লিতে প্রথম ডোজ টিকা পেয়েছেন ৪২ লাখের বেশি মানুষ। গত ৮০ দিনের মধ্যে গতকাল বৃহস্পতিবার (৩ জুন) রাজধানীতে দৈনিক মৃত্যু ৫০ জনের নীচে লিপিবদ্ধ করা হয়, শনাক্ত হয়েছে মাত্র ৪৮৭ জনের শরীরে সংক্রমণ।

এদিন সারা ভারতে দুই হাজার সাতশ’র বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন করোনায়; এক লাখ ৩১ হাজারের ওপর মানুষের দেহে মিললো ভাইরাসটি।

Exit mobile version