Site icon Jamuna Television

চীনের ৫৯টি প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিষিদ্ধ করলেন বাইডেন

চীনের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের পথেই হাটলেন জো বাইডেন। দেশটির ৫৯টি প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিষিদ্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট।

সেই তালিকার শীর্ষে রয়েছে টেলিকম জায়ান্ট হুয়াওয়ে। আগস্টের ২ তারিখ থেকে এই নির্বাহী আদেশ কার্যকর হবে।

হোয়াইট হাউস জানায়, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় ছিলো চীনের ৩১ প্রতিষ্ঠান। যা নতুন প্রশাসন বাড়িয়ে প্রায় দ্বিগুণ করলো। এর ফলে, নিষেধাজ্ঞার মধ্যে পড়া চীনা প্রতিষ্ঠানগুলোর শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবেন না কোনো মার্কিনি।

এ ঘোষণার আগেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে রেখেছিলো, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার পথে হাটলে কঠোর পাল্টা ব্যবস্থা নেয়া হবে।

ট্রাম্প শাসনামলে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকে। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞাও আরোপ করে দেশ দু’টি।

Exit mobile version