Site icon Jamuna Television

আগামী মৌসুমেও বার্সেলোনার কোচ থাকছেন রোনাল্ড কোম্যান

কোচ রোনাল্ড কোম্যানের ভবিষ্যত নিয়ে জল্পনা-কল্পনার ইতি টানলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে। আগামী মৌসুমে কোম্যানেই আস্থা রাখছে কাতালান ক্লাবটি।

সবশেষ মৌসুমে কোপা দেল রে’র শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় ভালো করতে পারেনি বার্সেলোনা। এমন বাজে পারফরমেন্সের কারণে চাকরি হারানোর শঙ্কায় পড়েন কোম্যান। তবে তার সঙ্গে আধা ঘণ্টার বৈঠক শেষে নতুন সিদ্ধান্তে আসেননি ক্লাবটির সভাপতি লাপোর্তে। আগামী মৌসুমেও রোনাল্ড কোম্যানকে সুযোগ দেয়ার ঘোষণা দেন তিনি।

তবে কোচ পরিবর্তন না করলেও দল গঠনে মনোযোগ দিয়েছে ক্লাবটি। এরই মধ্যে নেয়া হয়েছে তিন নতুন ফুটবলার। যোগ দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো।

Exit mobile version