Site icon Jamuna Television

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু

ফাইল ছবি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন যা মহামারির মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহীর ৬ জন আর একজন নওগাঁর বাসিন্দা। এ নিয়ে এক সপ্তাহে রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হলো ৬৪ জনের।

চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু ঘটছে শরীরে অক্সিজেন স্বল্পতায়। হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৫ জন চাঁপাইনবাবগঞ্জের, ১৩ জন রাজশাহীর, পাবনার ৩ ও নাটোরের ১ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে মোট রোগী ভর্তি ২২৫ জন।

Exit mobile version