Site icon Jamuna Television

টঙ্গীতে কিশোর গ্যাং এর হামলায় নারীসহ আহত ৩

গাজীপুরের টঙ্গীতে কিশোর গ্যাং এর হামলায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, আরিচপুরে জননী টেইলার্সে কাজ করছিলেন ৩ দর্জি। হঠাৎ চাপাতি নিয়ে তাদের ওপর হামলা চালায় স্থানীয় কিশোর গ্যাং প্রধান পারভেজসহ কয়েকজন।

আহত সবুজ, সুজন ও রুপালি আক্তারকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসাপাতালে পাঠানো হয়। পরে গুরুতর আহত সুজন ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

Exit mobile version