Site icon Jamuna Television

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর এলেঙ্গা থেকে সেতুর পূর্ব পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে চলছে যানবাহন।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (৩ জুন) রাত দুইটার দিকে সড়কের আনালিয়া বাড়ি এলাকায় ঢাকাগামী একটি ট্রাক উল্টে যায়। এতে বন্ধ হয়ে যায় যানচলাচল । অতিরিক্ত গাড়ীর চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেয়ার পর যান চলাচল শুরু হয়। তবে এখনো থেমে থেমে চলছে যানবাহন। ট্রাকটি উল্টে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Exit mobile version