Site icon Jamuna Television

মালি থেকে সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি ফ্রান্সের প্রেসিডেন্টের

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ছবি: সংগৃহীত।

মালিতে অস্থিতিশীল পরিস্থিতি জারি থাকলে সেখান থেকে ফ্রান্সের সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে ভার্চুয়াল বৈঠকে এ কথা জানান তিনি।

ম্যাকরন বলেন, মালির গণতন্ত্রের ইস্যু খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবে ফ্রান্স। সন্ত্রাসবাদ দমনে সেনা মোতায়েন রয়েছে মালিতে। তবে ফ্রান্স একা লড়াই চালিয়ে যাওয়া যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। তার মতে, সেখানে বৈধ ও স্থিতিশীল সংগঠন প্রয়োজন।

এদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মালির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোয়াস। সংগঠনটির এ উদ্যোগকে এ সময় সাধুবাদও জানান ম্যাকরন। এগিয়ে আসার আহ্বান জানান আন্তর্জাতিক সংগঠনগুলোকে। একই বৈঠকে মালিতে সেনা মোতায়েন জারি রাখার কথা জানান অ্যাঙ্গেলা মার্কেল।

Exit mobile version