
দেশে উচ্চ সংক্রমণশীল এলাকার সন্দেহজনক ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে ৮০ শতাংশেই ভারতীয় ধরন বা ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ পাওয়া গেছে। নমুনাগুলোর ১৬ শতাংশ বিটা ভ্যারিয়েন্ট (সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট) বলে পাওয়া গেছে। ইতোমধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ শুরু হয়েছে বলে অনুমান করছে আইইডিসিআর।
চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সংগৃহীত ১৬টির মধ্যে ১৫টি এবং গোপালগঞ্জ থেকে সংগৃহীত ৭টির মধ্যে সবগুলোই ভারতীয় ভ্যারিয়েন্ট। এছাড়া খুলনা এবং ঢাকার নমুনাগুলোতেও ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তবর্তী জেলাগুলোতেই করোনার ভারতীয় ও দক্ষিণ আফ্রিকার ধরনের সংক্রমণ লক্ষ করা গেছে। পাশাপাশি দেশে অজানা আরও একটি করোনার ধরন শনাক্ত হয়েছে।
এ অবস্থায় সম্ভাব্য ঝুঁকি কমাতে সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply