Site icon Jamuna Television

কুষ্টিয়ায় নারীকে শ্বাসরোধ হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে শ্যামলী খাতুন (৩০) নামের এক স্বামী পরিত্যক্ত নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাড়ির পাশের ধনচে ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শ্যামলী ঘোড়ামারা গ্রামের মো. তাজমত
আলির মেয়ে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, ধনচে ক্ষেতে শ্যামলীর লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে আমরা এসে তার লাশ উদ্ধার করি। নিহতের গলায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করে হয়েছে। কী কারণে কে বা কারা শ্যামলীকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version