Site icon Jamuna Television

‌’একুশে ফেব্রুয়ারিকে ঘিরে কোন ধরনের হুমকি নেই’

একুশে ফেব্রুয়ারিকে ঘিরে কোন ধরনের হুমকি নেই। তবে সব পরিস্থিতি বিবেচনা করে কঠোর নিরাপত্ত ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে কঠোর নিরাত্তার মধ্য দিয়ে প্রত্যেককে তল্লাশির পর শহীদ মিনারে ঢুকতে দেয়া হবে। শহীদ মিনারে প্রবেশে বিভিন্ন পয়েন্টে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা থাকবেন।

এ উপলক্ষে আশপাশের এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তা মানতে জন্য নগরবাসীর কাছে অনুরোধ করেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্টিকার ছাড়া কোন যানবাহন ভেতর প্রবেশ করতে পারবে না। মোড়ে মোড়ে ইতোমধ্যে সিসিটিভি বসানে হয়েছে।

Exit mobile version