Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত নেতাদের গ্রেফতারের দাবিতে গণস্বাক্ষর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মোবারক উল্লাহকে গ্রেফতারের দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বঙ্গবন্ধু স্কয়ারে বিক্ষুব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসীর ব্যানারে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের নেপথ্যের নায়ক হেফাজতে ইসলামের জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা মাওলানা মোবারক উল্লাহকে গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য অ্যাকাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, নাট্য ব্যক্তিত্ব মঞ্জুরুল আলম, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, নারী নেত্রী নন্দিতা গুহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. লোকমান হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক প্রভাষক মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ প্রমুখ।

ইউএইচ/

Exit mobile version