Site icon Jamuna Television

বিতর্কিত টুইটের জন্য ক্ষমা চাইলেন অলি রবিনসন

পুরনো বিতর্কিত টুইটের জন্য ক্ষমা চাইলেন ইংলিশ পেসার অলিভার রবিনসন। বছরখানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী এবং অবমাননাকর মন্তব্য করেছিলেন তিনি। তবে এবার ইসিবির শাস্তির মুখে পড়তে হতে পারে চলতি লর্ডস টেস্টে অভিষিক্ত অলি রবিনসনকে।

ইংল্যান্ড দল নিজেদের জন্য একটি ট্রেনিং জার্সি উন্মোচিত করেছিল। যেখানে লেখা ছিলো বর্ণবাদ, লিঙ্গবৈষম্য বিরোধী নানা স্লোগান। তারপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অলি রবিনসনের করা টুইট হয় ভাইরাল। সন্ত্রাসবাদে মুসলিমদের যুক্ততা, এশিয়ান নারীদের প্রতি অবমাননাকর মন্তব্যের মতো বিষয় তার ২০১২ সাল থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত করা কিছু টুইটে ছিলো।

খেলা চলাকালিন সময় অলি রবিনসনকে কিছুই জানানো হয়নি। জানানো হয় খেলা শেষে। তবে রবিনসন এক বিবৃতিতে জানিয়েছেন তার করা কাজের জন্য তিনি অনুতপ্ত ও লজ্জিত। তিনি বলেছেন, আমি ছোট ছিলাম তাই বুঝতে পারিনি। কিন্তু আমি বর্ণবাদী নই।

Exit mobile version