Site icon Jamuna Television

শেখ জামালকে হারালো শাইনপুকুর ক্রিকেট ক্লাব

ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আসরে এটি শাইনপুকুরের প্রথম জয় এবং শেখ জামালের টানা দ্বিতীয় পরাজয়।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি শাইনপুকুরের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৩৭ রান। শেখ জামালের পক্ষে জিয়াউর রহমান ও এবাদত হোসেন চৌধুরী নিয়েছেন ২টি করে উইকেট এবং মোহাম্মদ এনামূল ১টি উইকেট শিকার করেন। শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন রবিউল ইসলাম রবি ও তানজিদ হাসান তামিম। ৩১ বলে তানজিদ হাকান ৩টি চার। এছাড়া ৩০ বলে ২৮ রান করেন অধিনায়ক তৌহিদ হৃদয়।

জবাবে ব্যাট করতে নেমে তানভির ইসলামের স্পিন ঘূর্ণিতে কুপোকাত শেখ জামাল ১৯.৫ ওভারে অলআউট হয় ১২৭ রানে। তানভির তার প্রথম দুই ওভারই নেন মেডেন, যার মধ্যে উইকেট লাভ করেন তিনটি। পরের দুই ওভারের আর কোন উইকেট বা মেডেন না পেলেও কোটা পূরণ শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ৪-২-৮-৩! নাসিরের ২৮ এবং ইলিয়াস সানির ৩০ ছাড়া শেখ জামালের ইনিংসে নেই আর বলার মতো কিছুই।

Exit mobile version