Site icon Jamuna Television

দীর্ঘ দু’মাস পর সর্বনিম্ন সংক্রমণ শনাক্ত ভারতে

দীর্ঘ দু’মাস পর সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ শনাক্ত দেখলো ভারত। শুক্রবার, এক লাখ ২১ হাজারের বেশি মানুষের দেহে মিললো ভাইরাসটি।

নতুনভাবে বিস্তার ঘটানোর ক্ষেত্রে বর্তমানে শীর্ষে তামিলনাড়ু। এরপরই রয়েছে কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশ। দেশটির স্বাস্থ্য বিভাগের হিসাব অনুসারে, এই পাঁচ রাজ্যে দৈনিক সংক্রমণ শনাক্তের হার ৬৬ শতাংশের মতো।

পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাওয়ায় ধাপে ধাপে লকডাউন শিথিলের পরিকল্পনা ঘোষণা করছে মহারাষ্ট্র সরকার। বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল ল্যানসেট জানিয়েছে, ডেল্টা ভাইরাসের ক্ষেত্রে দুই ডোজ ভ্যাকসিনের মধ্যেকার সময় কম হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে ৬-৮ সপ্তাহ ব্যবধানের ওপর গুরুত্বারোপ করেছে গবেষকরা।

অবশ্য, কয়েকদিনের বিরতির পর দিনে আবারও ৩ হাজারের বেশি মৃত্যু দেখলো ভারত। শুক্রবার ৩ হাজার ৩৮২ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ফলে মোট প্রাণহানি তিন লাখ ৪৪ হাজার ছাড়ালো।

Exit mobile version