Site icon Jamuna Television

১১৩ দিন সাগরে ভাসার পর ইন্দোনেশিয়ার উপকূলে ভিড়লো রোহিঙ্গা বোঝাই নৌকা

১১৩ দিন সাগরে ভাসার পর ইঞ্জিন বিকল হওয়ায় ইন্দোনেশিয়ার আচেহ্ উপকূলে ভিড়লো রোহিঙ্গা বোঝাই নৌকা।

ভুক্তভোগীরা জানায়, গত ১১ ফেব্রুয়ারি কক্সবাজারের ক্যাম্প থেকে অবৈধ উপায়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয় নৌযানটি। সে সময় ৯০ জন রোহিঙ্গা ছিলো। যাত্রার চার দিনের মধ্যেই ভেঙ্গে যায় ইঞ্জিন। ভারতীয় কোস্টগার্ড বিপদগ্রস্ত নৌযানটির সহযোগিতায় এগিয়ে গেলে ৯ জনকে মৃত অবস্থায় দেখতে পায়। খাবার, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সহায়তা করলেও তাদের ভূখণ্ডে নোঙ্গর করতে দেয়নি নৌকাটিকে। বাংলাদেশও জীবিত ৮১ জনকে পুনরায় গ্রহণে আপত্তি জানায়। গেলো তিন মাস যাবৎ এসব রোহিঙ্গাদের সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করে যাচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলো।

রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া বলেন, আমরা জেনেছি, তাদের মধ্যে ৮১ জন এখনো সুস্থ আছে এবং নৌকাটি ইন্দোনেশিয়ার আচেহ্ প্রদেশের ইদামান দ্বীপে গিয়ে পৌঁছেছে।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

Exit mobile version