Site icon Jamuna Television

ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল

নেইমার-রিচার্লিসনের গোলে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো তিতের শিষ্যরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ৪-৩-৩ ফর্মেশনে মাঠে নামে তিতে শিষ্যরা। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও সমর্থকদের উপলক্ষ এনে দিতে পারেননি নেইমার-গ্যাব্রিয়েল-ফ্রেডরা। তবে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে ডেডলক ভাঙ্গেন এভারটনের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। এর পর বেশ কয়েকবার সুযোগ কাজে লাগাতে পারেনি সেলেসাওরা। তবে ইনজুরি টাইমে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে ব্যবধান ২-০ করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

দক্ষিণ আমেরিকা অঞ্চলে ৫ ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। আর ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ইকুয়েডর। ৫ ম্যাচে ৩ জয় আর ২ ড্র’য় ৯ পয়েন্ট নিয়ে দু’নম্বরে আর্জেন্টিনা।

Exit mobile version