Site icon Jamuna Television

কুর্দিদের সাথে চুক্তি, আফরিনে সেনাবহর পাঠাচ্ছেন বাশার

তুরস্কের অভিযান মোকাবেলায় আফরিনে সেনাবহর পাঠাবে বাশার আল আসাদ প্রশাসন। কুর্দি গেরিলা ও সিরিয়ান সরকারের মধ্যে এক চুক্তির ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন আসাদ।

রোববার রাতে এই চুক্তির কথা জানান কুর্দি গেরিলা সংগঠন ওয়াইপিজে’র মুখপাত্র বাদরান জিয়া। তবে সিরিয়ার সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোন বিবৃতি দেয়া হয়নি।

কুর্দি বাহিনীর দাবি, চুক্তি মোতাবেক চলতি সপ্তাহেই আফরিনে সেনা মোতায়েন করবে সিরিয়া সরকার। সীমান্ত নিরাপত্তাও জোরদার করা হবে।

চুক্তির বিষয়টি সত্য হলে আফরিন এলাকায় ওয়াইপিজে’র পাশাপাশি সিরীয় সেনাদের সাথেও যুদ্ধে নামতে হবে তুরস্ককে। জানুয়ারির শেষ সপ্তাহে শুরু করা আফরিন অভিযানে ইতোমধ্যে বেশ কিছু এলাকা থেকে কুর্দি বিদ্রোহীদেরকে সরিয়ে দিতে সক্ষম হলেও মূল শহরে এখনো পৌঁছাতে পারেনি তুর্কি বাহিনী।

২০১২ সালে উত্তরাঞ্চলীয় সীমান্ত থেকে সেনাবাহিনী প্রত্যাহার করেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পুরো এলাকাই কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণাধীন ছিল। আঙ্কারা কুর্দি গেরিলাদেরকে নিজের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখে। এ কারণে সিরিয়ান ওয়াইপিজে এবং তুরস্কের অভ্যন্তরীণ পিকেকে এই দুটি সংগঠনকে সন্ত্রাসী তালিভূক্ত করেছে আঙ্কারা।

Exit mobile version