Site icon Jamuna Television

উড়োজাহাজের গতিপথ পাল্টাতে বাধ্য হলেন পাইলট

উড়োজাহাজের গতিপথ পাল্টাতে বাধ্য হলেন পাইলট

যুক্তরাষ্ট্রে যাত্রীর ক্ষ্যাপাটে আচরণে উড়োজাহাজের গতিপথ পাল্টাতে বাধ্য হলেন পাইলট। গত শুক্রবার (৪ জুন), লস অ্যাঞ্জেলেস থেকে ন্যাশভিলগামী উড়োযানটি জরুরি অবতরণ করে নিউ মেক্সিকোয়।

কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজে থাকা ঐ যাত্রী হঠাৎ উন্মাদের মতো আচরণ করতে থাকেন। জুতা ছাড়াই বিমানে ঘুরে বেড়াচ্ছিলেন; থামানোর জন্য বারবারই করেন চিৎকার। এক পর্যায়ে ককপিট ভেঙ্গে জোরপূর্বক ভেতরে ঢোকার চেষ্টা করেন। তবে বিমানে ক্রু এবং অন্যান্য যাত্রীদের সহযোগিতায় তাকে আটকানো সম্ভব হয়। এরপরই বিমানটি আলবুকার্ক ইন্টান্যাশনাল এয়ারপোর্টে নামানো হয়।

হতাহতের কোন ঘটনা এখানে ঘটেনি। ঐ ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনার তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা- এফবিআই।

Exit mobile version