Site icon Jamuna Television

বরাবরই রাশিয়ার উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে যুক্তরাষ্ট্র: পুতিন

বরাবরই রাশিয়ার উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলোচনার মাধ্যমে দু’দেশের ক্ষতিগ্রস্ত সম্পর্কের উন্নতি হবে বলে আশাবাদ জানান তিনি।

পুতিন বলেন, আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলবো। আমার মনে হয় নিজেদের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে চেষ্টা করা উচিত। কৌশলগত স্থিতিশীলতা, আন্তর্জাতিক দ্বন্দ্ব, সন্ত্রাসবাদ মোকাবিলার পাশাপাশি মহামারি ও জলবায়ু সংকটের মতো বিষয়গুলোও আলোচনার এজেন্ডা হবে।

ইউএইচ/

Exit mobile version