Site icon Jamuna Television

মিনায় শুরু হজের আনুষ্ঠানিকতা

মিনায় শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। বুধবার, সারাদিন মিনায় কাটিয়ে পরদিন ফজরের নামাজ আদায় করে, ১৫ কিলোমিটার দূরের আরাফাত ময়দানের উদ্দেশে রওনা দিতে হবে হজযাত্রীদের।

মঙ্গলবার থেকেই মিনার উদ্দেশে, মক্কা ছাড়তে শুরু করেন মুসল্লিরা। বৃহস্পতিবার সূর্যাস্ত পর্যন্ত সেখানেই অবস্থান করবেন তারা। এরপর, ১২ কিলোমিটার দূরে মুজদালিফায় করতে হবে রাত্রি যাপন। একইসাথে, শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ ফজর নামাজ পড়ে, মুসল্লিরা আবার ফিরবেন মিনায়। শয়তানকে পাথর মেরে, মাথা মুণ্ডন করে দেবেন কোরবানি। এরপর, কাবা শরীফ তাওয়াফ করবেন হাজিরা।

সৌদি প্রশাসন সামগ্রিক পরিস্থিতি নির্বিঘ্ন করতে নিয়েছে নানা প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবার হজ করছেন কমপক্ষে ২০ লাখ মানুষ।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version