Site icon Jamuna Television

গাজা সংস্কারে মিসরীয় সাহায্য প্রেরণ

সাম্প্রতিক সহিংসতায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজা উপত্যকার সংস্কারে একদল প্রকৌশলী এবং নিমার্ণ সামগ্রী পাঠিয়েছে প্রতিবেশি মিসর।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (৪ জুন) পর্যন্ত কমপক্ষে ৫০টি ভারী যানকে রাফাহ্ ক্রসিং পার হওয়ার অনুমতি দেয়া হয়েছে। টানা ১১ দিনের সহিংসতায় প্রাণ হারিয়েছেন আড়াই শতাধিক ফিলিস্তিনি। প্রতিরোধ হিসেবে হামাসও ছোঁড়ে ৪ হাজারের ওপর রকেট। যাতে ইসরায়েলে মৃত্যুবরণ করেন কমপক্ষে ১৩ জন।

গাজায় পুরোপুরি ধ্বসে পড়েছে দেড় হাজারের মতো ঘরবাড়ি ও স্থাপনা। বাকি দেড় হাজার পুনরায় নির্মাণযোগ্য। প্রাথমিকভাবে, সংস্কার এবং ত্রাণ বাবদ ৫০ কোটি ডলার বরাদ্দ করেছে মিসর। তারই ধারাবাহিকতায় শুরু হতে যাচ্ছে সংস্কার।

Exit mobile version