Site icon Jamuna Television

পটুয়াখালীতে প্রেমিক-প্রেমিকাসহ ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে প্রেমিক-প্রেমিকাসহ ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার বিরাজালা গ্রাম থেকে প্রেমিক সোহেল ও প্রেমিকা নাসরিনের লাশ একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তারা দুইজন ওই এলাকার একটি মাদ্রাসার এসএসসি ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু পরিবারের পক্ষ থেকে মেনে না নেয়ায় তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

এদিকে সকালে সদর উপজেলার জৈনকাঠি এলাকা থেকে তানজিল আক্তার নামের ১৬ বছর বয়সের আরেক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় অন্যত্র বিয়ে ঠিক করায় তানজিলা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তিনজনের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version