Site icon Jamuna Television

বিএনপি গণতন্ত্র হত্যাকারী: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি

বিএনপি গণতন্ত্র হত্যাকারী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে তার বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। বলেন, সেনা প্রধানের দায়িত্বে থেকে রাষ্ট্রপতি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিলো জিয়াউর রহমান।

ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা ও গুম করেছিলো।

এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন।

ইউএইচ/

Exit mobile version