Site icon Jamuna Television

খালেদা জিয়ার ১১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রস্তুত, বিকালে প্রকাশ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পূর্ণঙ্গা রায়ের কপি প্রস্তুত হয়েছে। সত্যায়িত রায়ের অনুলিপির পৃষ্ঠা সংখ্যা ১১৬৮ বলে জানা গেছে। আজ বিকালেই এটি প্রকাশ করা হবে।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত দণ্ড ঘোষণার পর পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া নিয়ে আসামিপক্ষের আইনজীবীরা নানা অভিযোগ করে আসছিলেন। তাদের অভিযোগ, সরকারের হস্তক্ষেপের কারণে কপি দিতে বিলম্ব করা হচ্ছে।

গতকাল রোববার রায়ের কপি পেতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবি সানাউল্লাহ মিয়া আদালতে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান পূণাঙ্গ কপি প্রকাশের জন্য আজকের দিন ধার্য করেন।

শুনানিতে সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া ও হেলাল উদ্দিনসহ ১০ জনেরও বেশি আইনজীবী অংশ নেন।

এদিকে আদালত সূত্র জানিয়েছে, আজ বিকালে খালেদা জিয়ার আইনজীবীদের হাতে রায়ে কপি হস্তান্তর করবেন। ৮ ফেব্রুয়ারি ঘোষণার সময় রায় ৬৩২ পৃষ্ঠার ছিল। তবে সত্যায়িত কপি ১১৬৮ পৃষ্ঠার বলে জানা গেছে।

Exit mobile version