Site icon Jamuna Television

তীব্র বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কা

তীব্র বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। বৃহস্পতিবার থেকে টানা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে অন্তত ৬টি জেলা।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বেশ কিছু জায়গায় হয়েছে ভূমিধস। বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত তিন জনের। নিখোঁজ রয়েছেন আরও দুই জন। তলিয়ে গেছে ফসলের জমি ও রাস্তাঘাট।

এদিকে, বন্যা দুর্গত এলাকা থেকে অন্তত পাঁচ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। এখনও চলছে উদ্ধার তৎপরতা। চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০০ বাড়িঘর।

ইউএইচ/

Exit mobile version